পৃথক তিনটি অভিযানে ১২টি হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স টিম। উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে গতকাল এ তথ্য জানানো হয়। ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বাংলাদেশের বিভিন্ন থানা এলাকা হতে হারানো জিডিমূলে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সোমবার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
ইয়াবাসহ গ্রেপ্তার : নগরের বাকলিয়া থানার নতুন ফিশারীঘাট এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার মেহেরাটি নাপিতের বাড়ির বাসিন্দা। ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক রনজিত কুমার বড়ুয়া আজাদীকে জানান, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন ফিশারীঘাট জোড়া ব্রিজের আনুমানিক ২০০ গজ পশ্চিমে রাস্তার উপর থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।