১২ হাজার কিমির পদযাত্রা কিরণ ভার্মা এখন চট্টগ্রামে

রক্তদানে সচেতনতা

আজাদী ডেস্ক | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

সুস্থ শরীরের জন্য রক্তদান আবশ্যক। আবার রক্তের অভাবে বাংলাদেশসহ বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কেরালার কিরণ ভার্মা বলেছেন, শুধু ভারতে রক্তের অভাবে ৩০ লাখের বেশি লোক মারা গেছে। তাই রক্তদানের সচেতনতা সৃষ্টির জন্য তিনি ২০২১ সালের ২৮ ডিসেম্বর ভারতের কেরালা থেকে ২১ হাজার কিলোমিটারের পদযাত্রা শুরু করেন। ইতোমধ্যে ১২ হাজার কিলোমিটার পদযাত্রা করে গত ১১ মার্চ বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদশের অনুদানে বেনাপোল হয়ে ঢাকায় পৌঁছেন।

কিরণ ভার্মা গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে মতবিনিময় করেন। নগরীর রক্তদানে উৎসাহী যুবকযুবতী ও সাংবাদিকরা তাঁর সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। ইন্ডসেইফ নামের একটি সেফটি অর্গানাইজেশনের আয়োজনে সংস্থার জেনারেল ম্যানেজার সমীর ভট্টাচার্য হিমেলের সভাপতিত্বে কিরণ ভার্মা ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. অলক চক্রবর্ত্তী ও সন্ধানীর ভারপ্রাপ্ত সভাপতি ডা. উপমা ধর। উপস্থিত ছিলেন ইন্ডসেইফের ম্যানেজার (একাউন্টস) মোহাম্মদ ইমরান।

কিরণ ভার্মা জানান, দিল্লির এক অসহায় পরিবারকে রক্তদানের মাধ্যমে তিনি ব্লাড ডোনেশন কর্মসূচি শুরু করেন। এক নারী তার স্বামীর চিকিৎসার বিল পরিশোধ করার জন্য পতিতাবৃত্তি করেন। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর তিনি ওই পরিবারের জন্য রক্ত দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন। ঘটনাটি তার জন্য বেদনাদায়ক ছিল। ওইদিনই চাকরি থেকে অব্যাহতি নিয়ে তিনি রক্তদানকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। ভারতে ২০২৫ সালের পর আর কেউ যেন রক্তের অভাবে মারা না যায় সে লক্ষ্যে প্রচারাভিযানে নামবেন বলে সিদ্ধান্ত নেন।

নয়াদিল্লিভিত্তিক ‘সিম্পলি ব্লাড’ নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কিরণ ভার্মা জানান, নতুন রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করার জন্য তাঁর এই পদযাত্রা। তিনি এখন পর্যন্ত ভারতের ১২টি রাজ্যে ১৮৯ জেলায় হেঁটেছেন এবং ১২ হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশের পর তার গন্তব্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস ও দক্ষিণপূর্ব ভারত। ২০১৭ সালের ২৯ জানুয়ারি প্রতিষ্ঠিত এ সংগঠন রক্তদানের মাধ্যমে ৩৫ হাজারের বেশি সম্ভাব্য জীবন বাঁচিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাতির আক্রমণে আহত হাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭২ লাখ স্মার্টকার্ড বিতরণ হয়নি, নষ্ট হচ্ছে গুদামে