১২ সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত

মৃত্যু ১১ সপ্তাহে সর্বনিম্ন

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে নামল ১২ সপ্তাহ পর। স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৩৭ জন কোভিড রোগী শনাক্তের কথা গতকাল শনিবার জানিয়েছে। গত ১২ জুনের পর এক দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি। সেদিন ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। নতুন রোগীদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এই সংখ্যাও ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গত ১৬ জুনের পরে দিনে এত কম মৃত্যু আর হয়নি। সেদিন ৬০ জনের মৃত্যুর খবর এসেছিল। নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৯৩। খবর বিডিনিউজের।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৪২১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠলেন। সেই হিসাবে এই মুহূর্তে দেশে করোনার রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৩০ জন, যে সংখ্যাটি জুলাই-আগস্ট মাসের অধিকাংশ সময় লাখের বেশি ছিল। গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৭৬ শতাংশ ছিল। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৮৭৮ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যে ৬১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩২ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৬১ জনের মধ্যে ৩০ জন ছিলেন পুরুষ এবং ৩১ জন নারী। এ নিয়ে নবমবারের মতো দৈনিক মৃত্যুতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হল। গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধজিয়ার লাশ নিয়ে আবোল-তাবোল বকছে বিএনপি : কাদের
পরবর্তী নিবন্ধআকাশচুম্বী দাম ইলিশ কিনতে পারছে না নিম্ন ও মধ্যবিত্তরা