১২ সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু কমেছে শনাক্তও

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে, যা গত ১২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ১৫ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৫০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে মারা যাওয়া ৫২ জনকে নিয়ে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৬ হাজার ৭৩৬ জন। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৪৯৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৬৩৯ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ৫৬ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৭ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৬৯ শতাংশ ছিল।
এক দিনে মৃত্যুর এই তালিকায় আগের দিনের মতো গতকালও নারী আর পুরুষের সংখ্যা বড় ব্যবধান দেখা যাচ্ছে। মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩২ জনই নারী, বাকি ২০ জন পুরুষ। আগের দিন মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ৩৭ জন নারী এবং ১৯ জন পুরুষ ছিলেন।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৮৪০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৪ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত-শিবিরের ৭ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআরও ৪ মৃত্যু চট্টগ্রামে শনাক্তের হার ৮.৮১