১২ মিটার উচ্চতায় হবে কালুরঘাট সেতু

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে খুলল জট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৩৯ পূর্বাহ্ণ

অবশেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই জট খুলল কালুরঘাট সেতুর। কর্ণফুলী নদীতে বহুল প্রতীক্ষিত এই সেতু ১২ মিটার উচ্চতায় করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। গত রোববার সেতুর উচ্চতা নিয়ে ঢাকাস্থ সেতু ভবনে আন্ত:মন্ত্রণালয়ের (রেলওয়ে ও নৌপরিবহন অধিদপ্তর) দ্বিপক্ষীয় বৈঠকে বিআইডব্লিউটিএর অনড় অবস্থানের পর সন্ধ্যায় উভয়পক্ষ গণ ভবনে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন। বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় রেলমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়ে নির্দেশনা চান। প্রধানমন্ত্রী আইনগত দিক ও টেকনিক্যাল সব দিক বিবেচনায় নিয়ে ১২মিটার উচ্চতায় সেতু নির্মাণের অনুমতি দিয়েছেন। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু), বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (প্রকিউরমেন্ট) গোলাম মোস্তফা আজাদীকে জানান, উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএর অনড় অবস্থানের কারণে রেলমন্ত্রী ও সচিব প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। অনেকগুলো বিষয় সেখানে আলাপ হয়েছে। প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, এখন নতুন করে ড্রয়িং-ডিজাইন সব করতে হবে। সেতুর ব্যয়ও তিন-চার গুন বেড়ে যাবে। আগে খুব দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শুরুর যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে এখন কাজ শুরু করা যাবে না। বর্তমান নকশা অনুযায়ী বিদ্যমান পুরনো রেলওয়ে সেতুর ৮০ মিটার উত্তরে তৈরি হতে যাচ্ছে নতুন সেতুটি। নতুন সেতুর প্রস্থ হবে ২০ ফুট, আর লম্বা ৭৮০ মিটার। ৯টি থাম বা স্প্যান দিয়ে এ সেতু নির্মাণ করা হবে। সেতুটিতে নৌযান চলাচলের জন্য এখন পর্যাপ্ত উচ্চতা ও স্পেস রাখা হবে। ফলে সেতুর নিচে জাহাজ চলাচলে কোন অসুবিধা হবে না। সেতুটি নির্মিত হলে পর্যটন নগরী কঙবাজারসহ সারাদেশের সাথে নিরবচ্ছিন্ন রেল পরিবহনসহ অন্যান্য সেবা নিশ্চিত করা যাবে। তাছাড়া সেতুর ডাবল লাইন সড়ক দিয়ে নির্বিঘ্নে চলবে যানবাহন। সেতু সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, এ সেতু দিয়ে ১২০ কিলো স্পিডে ট্রেন আর ৬০ কিলো স্পিডে গাড়ি চলতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড