নিজস্ব আয় থেকে ১২ মাস বেতন দিতে না পারলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাব করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল রোববার এক সংলাপে তিনি বলেন, ‘যদি আমরা একটা পৌরসভা করি, ১২ মাসের বেশি বেতন দিতে না পারি। আমি প্রস্তাব করতেছি, মনে করতেছি এটা অ্যাক্টে আসবে, যারা নাকি ১২ মাসের বেশি বেতন দিতে পারবে না কর্মচারীদের, তাদের পরিষদ ভেঙে দেওয়া হবে।’ খবর বিডিনিউজের।
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন মন্ত্রী।