১২ মাছ ধরার নৌকা জব্দ, ৬১ জেলে আটক

নৌবাহিনীর অভিযান, মাছ জালসহ ১৮ কোটি টাকার মালামাল জব্দ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকা থেকে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। আটক নৌকা থেকে ৪ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মূল্য প্রায় ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়।

গত সোমবার নৌবাহিনী বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করে। মৎস্য সম্পদের সুরক্ষায় নৌবাহিনী বঙ্গোপসাগরে নৌযান দিয়ে সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে নিয়োজিত রয়েছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। পরে আটক জেলেদের স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্নেল হাটে সিএনজি দুর্ঘটনায় বাঁশখালীর ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধআম গাছের চূড়ায় কিশোরী, ৭ ঘণ্টা পর উদ্ধার