চট্টগ্রাম–১০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাট শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, তা প্রতিটি জনপদে চোখে পড়ছে। ১২ ফেব্রুয়ারি দেশের ভেতর–বাইরে সবাই পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষা করছেন। গতকাল শুক্রবার বাদে জুমা দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। সাঈদ বলেন, ১২ ফেব্রুয়ারি মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। চারদিকে এক আনন্দ মুখর পরিবেশ দেখা যাচ্ছে। জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং দেশের প্রতিটি কোণে এটি চোখে পড়ছে।
এদিন তিনি নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ওয়াপদা কলোনী মোড় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। তিনি একে একে ঈদগাহ, রূপসা বেকারী, বড় পুকুর পাড়, ধোঁপা পাড়াসহ রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সাধ্যমত সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় শত শত নেতাকর্মী ও সমর্থক তার গণসংযোগে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












