১২ ফেব্রুয়ারি গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের নির্বাচন

পশ্চিম ষোলশহরে মতবিনিময় সভায় এরশাদ উল্লাহ

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে গণতন্ত্র রক্ষা ও দেশের উন্নয়নের নির্বাচন। কারণ, গত ১৭ বছরে মানুষ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ২০০১ সালে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারেক রহমান চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পূর্ণাঙ্গ রূপ দেবেন। এতে ব্যবসাবাণিজ্যের প্রসার হবে এবং শহরের প্রাণশক্তি ফিরে আসবে। এরশাদ উল্লাহ পাঁচলাইশের ৫টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে জলাবদ্ধতা নিরসন, স্টেডিয়াম নির্মাণ, মাদকসন্ত্রাস ও চাঁদাবাজি রোধের আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার নগরীর পশ্চিম ষোলশহর ৭নং ওয়ার্ড নাজিরপাড়া দায়েম নাজিম চৌধুরী বাড়িতে মডেল সমাজ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মাঈনুদ্দিন চৌধুরী খোকা। বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, ইসকান্দর মির্জা, মো. মনজুর আলম মনজু, শওকত আলী, মনির আহমদ চৌধুরী, মিনহাজ মো. শাকিল, সিরাজুল আলম মুন্সী, এম. . নাছের, মোহাম্মদ ইউসুফ, এনামুল হক ইনু, মোহাম্মদ আলী, ওয়ার্ড বিএনপি নেতা মো. নাছির এবং অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজন খান প্রমুখ। এরশাদ উল্লাহ দিনব্যাপী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, হাদু মাঝিপাড়া, তুলাতুলি কোম্পানি রোড, খতীবের হাট, মোহাম্মদপুর মোবারক সওদাগর বাড়ি, আতুরার ডিপো, হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়, হিলভিউ ১নং রোড আলী নগর, মোমেনবাগ, হিলভিউ জামে মসজিদ রোড, হামজারবাগ রেলগেট, বিবিরহাট বশর মার্কেট, সলিমুল্লাহ শাহ রোড, মির্জাপুল অ্যালুমিনিয়াম গলি, মুরাদপুর ও মোহাম্মদপুর প্রভৃতি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষেরও ব্যাপক সমাগম ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় জাল-বড়শি জব্দ, তিনজনকে জরিমানা
পরবর্তী নিবন্ধআঁকছে কে রে