সীতাকুণ্ডে ১২ দিন ধরে মো. রায়হান (১৩) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই শিশুর পিতা সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ রায়হান উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার গ্রামের মো. আবুল কালামের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৪টার সময় শিশুটি ঘর থেকে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। শিশুটি কিছুটা বাক প্রতিবন্ধী। তার পরনে ছিল নীল কালারের টি শার্ট এবং কালো রঙের প্যান্ট। অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। তার আত্মীয়–স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সন্তানের খোঁজে পিতা–মাতা পাগলপ্রায়। কেউ রায়হানের খোঁজ পেলে (০১৮৬৬–২৮০৯৪৩) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।