১২-তে শান্তঞ্জলি সংগীত নিকেতন

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

শান্তঞ্জলি সংগীত নিকেতন এর ১১ পেরিয়ে ১২ তে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক ও বার্ষিক পুরস্কার বিতরণ গতকাল সোমবার অধ্যক্ষ শ্যামল দত্তের সভাপতিত্বে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুজিব রহমান। বিশেষ অতিথি ছিলেন টেলিভিশন ও বেতার শিল্পী পন্ডিত জহর মুখার্জি এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ।

অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বাচিক শিল্পী আশরাফ মাসুদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শিক্ষিকা লক্ষ্মী দত্ত রায়। শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।

সংগীত পরিচালনায় ছিলেন উপাধ্যক্ষ লক্ষ্মী দত্ত রায় এবং সংগীত প্রশিক্ষক শান্তনু দত্ত। নৃত্য পরিচালনায় ছিলেনঅঙ্গনা নৃত্য একাডেমীর অধ্যক্ষ শ্রীমতি সীমা চৌধুরী এবং তবলার লহড়া পরিচালনায় ছিলেন অধ্যক্ষ বাবু শ্যামল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগিয়াস মিলন নাট্যপদক পেলেন সাইফুল আলম বাবু
পরবর্তী নিবন্ধনারী দিবসে ওটিটিতে আসছে ‘ক্রিমিনালস‘