অবশেষে চুড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগামী ১২ জানুয়ারী ঢাকায় পৌছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান এমন তথ্য। ২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে সিরিজ শুরু হয়ে যাব। আর সেটা হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে রাজধানী ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় পৌঁছানোর পর অন্তত একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।