১২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩৮ জনের মনোনয়ন প্রত্যাহার

পটিয়া-কর্ণফুলী ।। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ৪ জন উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন কাশিয়াইশের কাইছ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পটিয়া ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পটিয়ায় ১১জন ও কর্ণফুলীতে ১জন ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের ১৩৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছে। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পটিয়া ও কর্ণফুলীতে নির্বাচন অফিসে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হারুন, খরনা ইউনিয়নের রিজুয়ান কবির টিটু, দক্ষিণ ভূর্ষি ইউপিতে জাপা প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, কোঁলাগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামশুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম, হাইদগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইউনুচ মিয়া, কাশিয়াইশ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এস এম জাহেদুল হক, ছনহরা ইউনিয়নে আনোয়ার উদ্দিন, কচুওয়াই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম আবছার উদ্দিন, হাবিলাসদ্বীপ ইউনিয়নে যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন ও সাইফুল ইসলাম।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শোভনদন্ডী ইউনিয়নে এহসানুল হক, বড়লিয়া ইউনিয়নে শাহিনুল ইসলাম শানু ও দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম ও কর্ণফুলী উপজেলার বড়উঠানে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সাইফুদ্দীন দৌলতপুরী।
এদিকে মনোনয়ন বাছাইয়ে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের মনোনয়ন বাতিল হলেও উচ্চ আদালতে আপিল করে তিনি তার প্রার্থিতা ফিরে পান। তার পক্ষে বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের গঠিত বেঞ্চে প্রার্থিতা বহালের রায় দেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রোকন উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাছনী।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার ৬ ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২০ প্রার্থী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের চমক