১২ কোটি টাকার ‘র সুগার’ নিয়ে ডুবলো লাইটারেজ জাহাজ

চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাচ্ছিলো নারায়ণগঞ্জ ১৩ নাবিকের সকলকে জীবিত উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে প্রায় ১২ কোটি টাকার ‘র সুগার’ নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বঙ্গোপসাগরের মেঘনা মোহনার অদূরে জাহাজটি ডুবে যায়। জাহাজটির ১৩ নাবিকের সকলকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজডুবির এই ঘটনায় ওয়াটার ট্রান্সপোর্ট সেল একটি নৌ বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এই জাহাজটি সিরিয়াল বহির্ভূতভাবে পণ্য পরিবহন করছিল। এই জাহাজ কিংবা ডুবে যাওয়া পণ্যের কোনো দায়দায়িত্ব ওয়াটার ট্রান্সপোর্ট সেল নেবে না।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে প্রায় দুই হাজার টন ‘র সুগার’ নিয়ে এমভি লিলি৮ নামের একটি লাইটারেজ জাহাজ গতকাল নারায়ণগঞ্জের আবদুল মোনেম লিমিটেডের ঘাটে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির তলা ফুটো হয়ে ডুবতে শুরু করে। বঙ্গোপসাগরের মেঘনা মোহনার অদূরে প্রায় ১২ কোটি টাকা দামের চিনি তৈরির কাঁচামালসহ জাহাজটি পুরোপুরি তলিয়ে যায়।

এমভি লিলি৮ নামের লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ার প্রেক্ষিতে ওয়াটার ট্রান্সপোর্ট সেল সকল জাহাজ মালিকদের উদ্দেশ্য করে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের পক্ষ থেকে বলা হয় যে, ডব্লিউটিসির সিরিয়ালভুক্ত কোনো জাহাজ সিরিয়ালবিহীন পণ্য পরিবহন করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হলে কিংবা ডুবে গেলে তার দায় ডব্লিউটিসি, বিসিভোয়া কিংবা কোয়াব কোনোভাবেই বহন করবে না।

বিবৃতিতে বলা হয়েছে যে, বিসিভোয়া এবং কোয়াবের সদস্যভুক্ত এবং ডব্লিউটিসির সিরিয়ালভুক্ত এমভি লিলি৮ নামের জাহাজটি ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে সিরিয়ালবিহীনভাবে ‘র সুগার’ পরিবহন করতে গিয়ে ডুবে গেছে। এর কোনো দায়দায়িত্ব ডব্লিউটিসি, বিসিভোয়া কিংবা কোয়াব নেবে না।

জাহাজের মালিকই এই ঘটনা দায়দায়িত্ব বহন করবেন বলেও সকল জাহাজ মালিক এবং পণ্যের এজেন্টদের জানিয়ে দেয়া হয়েছে। ডব্লিউটিসির কনভেনর মোহাম্মদ নূরুল হক নোটিশে স্বাক্ষর করেছেন।

অভ্যন্তরীণ নৌ পরিবহন রুটে এত বড় একটি জাহাজ ডুবে থাকার ব্যাপারটি নৌ চলাচলের ক্ষেত্রে বড় ধরনের হুমকির কারণ হয়ে উঠবে বলেও আশংকা প্রকাশ করা হয়েছে। জাহাজটিকে দ্রুত উদ্ধার করে নৌ রুট নিরাপদ করার জন্যও তাগাদা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটারদের ভয়-ভীতি দেখাতেই বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে : বিপ্লব বড়ুয়া
পরবর্তী নিবন্ধভাষাসৈনিক এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ