বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জেলেকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিনের বন্ধে মাছধরা বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়োজিত রয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ ১১টি মাছ ধরার নৌকা আটক করে। নৌকাগুলোতে তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ ইলিশ জাল, ১২’শ মিটার অন্যান্য জাল, ২ হাজার কেজি মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকার অধিক। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর নিকট হস্তান্তর করা হয়। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযানে ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে নৌবাহিনী। দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনীর অভিযান জোরদার থাকবে বলে আইএসপিআর’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।