১২ কেজি এলপিজি সিলিন্ডারে বাড়ল ১৫১ টাকা

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে দেশে টানা দ্বিতীয় মাসের মত বাড়ল এলপিজির দাম; ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের জন্য ক্রেতাদের ১৫১ টাকা বাড়তি গুনতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল মার্চ মাসের জন্য এলপিজির নতুন মূল্যহার ঘোষণা করেন। তিনি জানান, এ মাসে খুচরা পর্যায়ে প্রতি কেজি এলপিজি বিক্রি হবে ১১৫ টাকা ৮৮ পয়সায়, যা ফেব্রুয়ারি মাসে ১০৩ টাকা ৩৪ পয়সা ছিল। অর্থাৎ কেজিতে দাম বাড়ল ১২ দশমিক ১৩ শতাংশ। নতুন মূল্যহারে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ধরা হয়েছে ১৩৯১ টাকা, যা ফেব্রুয়ারি মাসে ১ হাজার ২৪০ টাকা ছিল। আর সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১২৯২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৪৯ টাকা। খবর বিডিনিউজের।
টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধির পর গত ডিসেম্বরে দেশে এলপিজির দাম কমতে শুরু করেছিল। জানুয়ারিতে প্রতি কেজিতে দাম কমে ৪ শতাংশ। কিন্তু ফেব্রুয়ারিতে এসে ৫ শতাংশ বেড়ে যায়; এবার বাড়ল আরও ১২ শতাংশ। মার্চ মাসের জন্য সৌদি আরামকো প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম ৮৯৫ এবং বিউটেন ৯২০ ডলার ঘোষণা করে। ৩৫ অনুপাত ৬৫ হারে এ দুটি জ্বালানির মিশ্রণের দাম দাঁড়ায় ৯১১ ডলার। এই মূল্যহার বিবেচনায় নিয়ে নুতন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন মূল্যে সাড়ে ৫ কেজি ৬৩৭ টাকা, ১৫ কেজি ১৭৩৮ টাকা, ১৬ কেজি ১৮৫৪ টাকা, ২০ কেজি ২৩১৮ টাকা, ২২ কেজি ২৫৪৯ টাকা, ২৫ কেজি ২৮৯৭ টাকা, ৩০ কেজি ৩৪৭৬ টাকা, ৩৩ কেজি ৩৮২৪ টাকা, ৩৫ কেজি ৪০৫৫ টাকা, ৪৫ কেজি ৫২১৫ টাকায় বিক্রি হবে।
আর রেটিকুলেটেড এলপিজির দাম হবে প্রতিকেজি ১১২ টাকা ৬৫ পয়সা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস বা এলপিজির প্রতিলিটারের মূল্য হবে ৬৪ টাকা ৭৮ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধসেই জাহাজ কাটার দায়ে তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফুট ব্রিজের গোড়ার মাটি কেটে বিক্রি