১২,৯২৫ কেজি চোরাই বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধার চোরাকারবারী আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী এলাকা থেকে গত ৫ জানুয়ারি (বুধবার) রাতে ১২,৯২৫ কেজি চোরাই জাহাজ কাটা বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধারসহ একজন চোরাকারবারীকে আটক করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে জাহাজ কাটা চোরাই বাল্কহেড স্ক্র্যাপ ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছে। ওই খবরের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে মো. মোবারক হোসেনকে (৩৭) আটক করে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ১২,৯২৫ কেজি চোরাই শিপ কাটা বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা টিকা ছাড়া স্কুলে নয়
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার নগর বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে