কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে দাঁড়িয়েছে ১৬২ মেগাওয়াটে। এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২শ মেগাওয়াট। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের বিতরণ বিভাগের প্রতিদিনের উৎপাদন তালিকায় দেখা যায়, গত ৮ এপ্রিল এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন হয়েছে মাত্র ১৫৭ মেগাওয়াট। এরপর থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন উৎপাদন হয়েছে ১৫৭ থেকে ১৬২ মেগাওয়াট। এর আগে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন হতো গড়ে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট।
বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী জানান, কয়লা সংকটের কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে। পিডিবির এক প্রকৌশলী জানান, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরবরাহকারীরা জাহাজে যে কয়লা পাঠিয়েছিল সেগুলো ছিল ভেজালযুক্ত। যে কয়লাগুলো পাঠানো হয়েছিল তাতে বেশিরভাগই ছিল মাটিযুক্ত। তাই এসব কয়লার একটি চালান ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকে উৎপাদন কমে গেছে। উল্লেখ্য, গত ১৭ মার্চ ৬৩ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ বন্দরে নোঙর করে। তবে সেই কয়লায় ভেজাল থাকায় খালাস না করে চালানটি ফেরত পাঠানো হয়।