১২নং সরাইপাড়া ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১২নং সরাইপাড়া ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম১০ আসনের সাংসদ মোঃ মহিউদ্দিন বাচ্চু। গতকাল শুক্রবার সকাল ১১টায় সরাইপাড়া ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১ হাজার জন অসহায় মানুষের জন্য এমপি মোঃ মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এমপি মহিউদ্দিন বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। সারাদেশে তিনি অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নূরুল আমিন, ডা. নূরুল ইসলাম, আমিনুল হক সওদাগর, নূর নবী তালুকদার, জমির উল্লাহ, আলমগীর আলম, মুজিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শিক্ষা সপ্তাহে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের সাফল্য
পরবর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়ায় আরও ৬৫ ব্যক্তি পেলেন চিকিৎসা সহায়তা