আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নগরে ১২টি পশুর হাট বসানোর উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে তিনটি স্থায়ী এবং নয়টি অস্থায়ী বাজার। গতবার অস্থায়ী বাজার বসেছিল চারটি। অস্থায়ী বাজারগুলো বসানোর অনুমতি চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককে গতকাল মঙ্গলবার চিঠি দিয়েছে চসিকের রাজস্ব বিভাগ। অনুমতি পেলে ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হবে।
চসিক সূত্রে জানা গেছে, ১ জিলহজ্ব হতে ১০ জিলহজ্ব পর্যন্ত তথা ১২ জুলাই ২১ জুলাই পর্যন্ত দশ দিন বাজারগুলোতে প্রতিদিন বিকিকিনি হবে। অবশ্য চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পরিবর্তন হতে পারে। সম্ভাব্য ৯টি অস্থায়ী বাজার হচ্ছে কর্ণফুলী গরু বাজার (নুর নগর হাউজিং এস্টেট), সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন বাজার, স্টিল মিল বাজার, পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ (কাটগড়), ৪১ নং ওয়ার্ড বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠ, আমান বাজার ওয়াসা মাঠ, মাদারবাড়ি রেলক্রসিং সংলগ্ন বালুর মাঠ ও কালুরঘাট ব্রিজের উত্তর পাশের মাঠের খালি জায়গা।
তিনটি স্থায়ী হাট হচ্ছে সাগরিকা পশুর বাজার, বিবিরহাট গরুর হাট ও পোস্তারপাড় ছাগলের বাজার।