চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের (২০২২ সালের) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হিসেবে গতবছরের (২০২১ সালের) তুলনায় ১১ হাজার ১২ জন পরীক্ষার্থী কমেছে এবারের পরীক্ষায়। গতবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬১ হাজার ৭৮ জন। ২০২০ সালে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ৪৪ হাজার ৯০ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। ২০২০ সালে নির্ধারিত সময়ে (ফেব্রুয়ারিতে) পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা সংক্রমণের কারণে গতবছর তা হয়নি। করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর নভেম্বরে এ পরীক্ষা নেয়া হয়। তাও মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হয় গতবছর। এবছরও নির্ধারিত সময় থেকে কয়েক দফা পিছিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরুর কথা রয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গতবছরের ন্যায় এবারও মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। ৮১ হাজার ৬৪৫ জন ছাত্রী এবারের এসএসসিতে অংশ নিচ্ছে। আর ছাত্র অংশ নিচ্ছে ৬৮ হাজার ৪২১ জন। গতবছর অংশ নেয়া মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ছিল ৮৫ হাজার ৮৮০ জন। আর ছাত্র সংখ্যা ছিল ৭৫ হাজার ২৫৮ জন। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ছাত্রী অংশ নেয় ৭৮ হাজার ২৮৫ জন। আর ছাত্র অংশ নেয় ৬৫ হাজার ৮০৫ জন। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩০ হাজার ৪৪৩ জন। গতবার এ সংখ্যা ছিল ৩১ হাজার ৭৭ জন। মানবিক বিভাগ থেকে এবার অংশ নিচ্ছে ৫৯ হাজার ২৬৬ জন। গতবার এ বিভাগ থেকে অংশ নেয় ৬৫ হাজার ২৫৫ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৩৫৭ জন। বিভাগটি থেকে গতবার অংশ নেয় ৬৪ হাজার ৮০৬ জন পরীক্ষার্থী। গতবার মোট ১ হাজার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র ও অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উভয় বেড়েছে এবার। এবার ১ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। আর ২১৩টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা।
এদিকে, অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল। শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষাবোর্ড চেয়ারম্যানবৃন্দ বৈঠকে অংশ নেন। বৈঠকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকার সামপ্রতিক পরিস্থিতি ও পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। বোর্ড চেয়ারম্যান বলেন, সীমান্তবর্তী এলাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণে কোন ধরনের শঙ্কা বা সমস্যা রয়েছে কী না, বৈঠকে তা জানতে চাওয়া হয়। তবে এখনো পর্যন্ত এ ধরনের শঙ্কাজনক কোনো পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি বলে আমরা জানিয়েছি।