১১ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল দেবতাখুম

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

বান্দরবানে পর্যটকদের ভ্রমণের জন্য রোয়াংছড়ি উপজেলায় রহস্যময় পর্যটন স্পট দেবতাখুম খুলে দেয়া হয়েছে। দীর্ঘ ১১ মাস পর গতকাল মঙ্গলবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গতবছরের এপ্রিল থেকে রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। দীর্ঘ ১১ মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১১ ফেব্রুয়ারি (গতকাল) থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। এখন থেকে রোয়াংছড়ি উপজেলার রহস্যময় পর্যটন স্পট দেবতাকুম, শীলাবান্ধা ঝরনা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নামপরিচয় লিপিবদ্ধ করে পর্যটকরা দেবতাখুম ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসন সম্মলিতভাবে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধসেপ্টেম্বরে আসবে নতুন ফেরি, পুরনো একটা দিয়ে চলবে মার্চ পর্যন্ত
পরবর্তী নিবন্ধবইমেলার স্টলে চড়াও হওয়ার ঘটনায় তদন্ত কমিটি