১১ মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে প্রতারণা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন ফেনী সদরের ধৌন সাহাদ্দার এলাকার আমেরিকান প্রবাসী জাহিদুর রহমান রুবেল। নগরীর আগ্রাবাদে এডুকেশন সেন্টার নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। গত শুক্রবার রাতে ডবলমুরিং থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রুবেলের বিরুদ্ধে ভুক্তভোগীরা ১১টি মামলা দায়ের করলে আদালত প্রত্যেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজাদীকে বলেন, রুবেলের বিরুদ্ধে ১১টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল থানায়। আমাদের কাছে তথ্য ছিল পরোয়ানা থাকার পরও তিনি ঢাকার বিমানবন্দর হয়ে আমেরিকায় যাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা অভিযান চালিয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করি এবং চট্টগ্রামে নিয়ে আসি। এরপর রুবেলকে আদালতে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই ব্যবসায়ীকে আহত করে মোবাইল ও টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধশিশু কিশোরদের দেশীয় সংস্কৃতি শিখনে মমতার কার্যক্রম প্রশংসনীয়