সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১১টি গরুসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়। এ সময় গরুর মালিক দাবি করা ২ যুবককেও আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মো. সাবিক ওরফে বাবু (২৪) এবং হালিমপুর গাজী বাড়ি এলাকার শামীম (২৮)।
কাউখালী থানা পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক দিয়ে ঘাগড়া হয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরু পাচার হচ্ছে; এমন সংবাদ পেয়ে এ সড়কে অভিযান চালায় পুলিশ। রোববার মধ্যরাতে ঘাগড়া এলাকার বটতলী থেকে ট্রাকবোঝাই ১১টি গরুসহ দুই জনকে আটক করা হয়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া গরুগুলো রাঙামাটির জুরাছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরে আসে। তারপর রাঙামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেয়া হচ্ছিল। পথিমধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করে এবং দুইজনকে আটক করে। এ বিষয়ে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।