শেষ ম্যাচটাও জিততে পারলনা বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজের সেমি–ফাইনালে খেলতে হলে এই ম্যাচটা বড় ব্যবধানেই জিততে হতো বাংলাদেশকে। কিন্তু হলো উল্টো। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট শেষ করে নুরুল হাসান সোহানের দল। ছয় ম্যাচে দুটি জয় আর চার পরাজয় নিয়ে আসর শেষ করল সোহানরা। গত বছর এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এবার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ দল নিয়েও ১১ দলের মধ্যে অবস্থান নবম। ডারউইনে গতকাল শনিবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৭৫ রান। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি ম্যাচ জিতে যায় ১১ বল বাকি রেখে। ১৫ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ১০২ রানে অপরাজিত থাকেন ম্যাকেঞ্জি হার্ভি।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলে। সেটি মূলত জিসান আলমের সৌজন্যে। আরেক প্রান্তে মোহাম্মাদ নাঈম শেখ আউট হন ১৭ বলে ১৫ রান করে। তবে জিসান ছিলেন আপন রূপেই। টুর্নামেন্টে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ফিফটি করেন ৩৭ বলে। তবে সেখানেই শেষ তার ইনিংস। তিন বলের মধ্যে সাইফ (১৯ বলে ১৫) ও জিসানকে (৩৮ বলে ৫০) বিদায় করেন পেসার হ্যানো জ্যাকবস। দুজনই আউট হন ছক্কা মারতে গিয়ে। সাইফের মতো এশিয়া কাপের দলে জায়গা পাওয়া নুরুল হাসান সোহানও পারেননি ভালো কিছু করতে । আউট হয়েছেন ৮ বলে ৬ রান করে। দলের রানের গতি কমে আসে অনেকটাই। তার পরও বাংলাদেশ ১৭৫ পর্যন্ত যেতে পারে আফিফ হোসেন ও ইয়াসির আলি চৌধুরির সৌজন্যে। পঞ্চম উইকেটে ২৯ বলে ৭০ রানের জুটি গড়েন দুজন। ৫ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন আফিফ। টুর্নামেন্টে তার চতুর্থ ৪০ ছোঁয়া ইনিংস এটি। ১৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন ইয়াসির। আগের দুই ম্যাচে ১৩ বলে ২২ ও ১৯ বলে ২৯ রানের ইনিংস তিনি খেলেছিলেন।
১৭৬ রান তাড়া করতে নেমে স্ট্রাইকার্স একাডেমি জয়ের পথ তৈরি করে ফেলে উদ্বোধনী জুটিতেই। ম্যাকেঞ্জি হার্ভি ও জেইক উইন্টার গড়েন ১২.৪ ওভারে ১২৩ রানের জুটি। উইন্টার ৩৫ বলে ৩৫ রান করে ফিরলে ভাঙ্গে এজুটি। তিনে নেমে হ্যারি নিলসেন (৩) ফিরেন দ্রুত। টম ও’কনেল একটি ছক্কা মেরেই আউট হয়ে যান সাইফের বলে। তবে দ্রুত তিন উইকেট হারালেও তাদের জয় নিয়ে সংশয় জাগেনি কোনো। হার্ভির রান যখন ৯২, জিততে তখনও ৪০ রান দরকার ছিল স্ট্রাইকার্স একাডেমির। মনে হচ্ছিল সেঞ্চুরিটি করে ফেলবেন তিনি অনায়াসেই। কিন্তু হ্যারি ম্যানেন্টি ক্রিজে দিয়ে দুটি ছক্কা একটি চার মেরে সংশয়ে ফেলে দেন সঙ্গীকে। জয়ের জন্য যখন এক রান প্রয়োজন স্ট্রাইকে তখন ম্যামেন্টিই। ওভারের শেষ বলটি ঠেকিয়ে দেন তিনি। পরের ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দুটি লক্ষ্যই পূরণ করে ফেলেন হার্ভি। আজ রোববার প্রথম সেমি–ফাইনালে লড়বে শিকাগো কিংসমেন ও অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি। দ্বিতীয় সেমি–ফাইনালে পাকিস্তান শাহিনস ও পার্থ স্কর্চার্স একাডেমি। বাংলাদেশ ‘এ’ দল একটি চারদিনের ম্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার সঙ্গে। ডারউইনেই ম্যাচটি শুরু বৃহস্পতিবার।