১১ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ

ইসলামিক সলিডারিটি গেমস

| বুধবার , ১ জুন, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

আগামী ৯ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত তুরস্কের কোনিয়া শহরে ৫ম ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে। উক্ত গেমসে বাংলাদেশ আরচ্যারী, এ্যাথলেটিকস্‌, ফেন্সিং, জিমন্যাস্টিকস্‌, হ্যান্ডবল, কারাতে, শ্যূটিং, সুইমিং, টেবিল টেনিস, কুস্তি এবং ভারোত্তোলনসহ মোট ১১টি ডিসিপ্লিনে অংশ নেবে। আর এই ১১ ডিসিপ্লিনে ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে গেমসে। এরই মধ্যে এই গেমসকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে দল গুলোর। গতকাল বাংলাদেশ দলের সেফ দ্য মিশন এবং বিওএ’র সদস্য সিরাজউদ্দীন মো. আলমগীর এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্যসচিব এ, কে সরকার ভারোত্তোলন, কুস্তি এবং টেবিল টেনিস দলের চলমান প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শনকালে দলের সেফ দ্য মিশন খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং খেলোয়াড়রা আরও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরাটা দেশকে উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় আজ মাঠে নামছে ফুটবল ও হকি দল
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় ফাইনাল সম্পন্ন