বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের ল্যান্ড ফোন নম্বরগুলোকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে পরিবর্তন করা হচ্ছে। নতুন এই প্রকল্পের আওতায় চট্টগ্রামের ১৫টি পুরনো এক্সচেঞ্জকে পরিবর্তনের পাশাপাশি এসব এক্সচেঞ্জের আওতাধীন প্রায় ৭০ হাজার গ্রাহকের ৬ ডিজিট এবং ৭ ডিজিটের নম্বর পরিবর্তন করে মোবাইল ফোনের আদলে ১১ ডিজিটে উন্নীত করা হচ্ছে। বিদ্যমান টেলিফোন নম্বর পরিবর্তনের পাশাপাশি মর্ডানাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক (এমওটিএন) প্রকল্পের আওতায় বিটিসিএল ল্যান্ড ফোনের মাধ্যমে অপটিক্যাল ফাইবারের সাহায্যে উচ্চ গতির ইন্টারনেট সংযোগও দেয়া হবে বলে জানা গেছে। এই ব্যাপারে বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী সমিত চাকমা আজাদীকে জানান, নতুন প্রকল্পের আওতায় পুরো চট্টগ্রামের পুরনো এক্সচেঞ্জগুলোকে পরিবর্তন করে আধুনিক করা হচ্ছে। এখন বিদ্যমান ০৩১-৬১ সিরিজের ল্যান্ড ফোন নম্বরগুলো ১৯৯৪-৯৫ সালের। এগুলো ফ্রান্সের প্রযুক্তি। ০৩১-২৮ সিরিজের ল্যান্ড ফোন নম্বরগুলো ২০০৩-২০০৪ সালের। এগুলো কোরিয়ার প্রযুক্তিতে হয়েছিল। এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।
এবার আমরা নতুন প্রকল্পের মাধ্যমে পুরো চট্টগ্রামের ৬০ থেকে ৭০ হাজার গ্রাহকের ল্যান্ড ফোন নম্বরগুলোকে চায়নার আধুনিক প্রযুক্তিতে উন্নীত করছি। এবারের প্রতিটি ল্যান্ড ফোনের কোড নম্বর হবে ০২ এবং মোবাইলের মতো ১১ ডিজিটের। এখন পুরো চট্টগ্রামের সবকটি এঙচেঞ্জে আধুনিকতার কাজ শুরু হয়েছে। সবকটি এঙচেঞ্জের কাজ শেষ হতে ৪ থেকে ৫ মাস সময় লাগবে।
এদিকে বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের (নন্দনকানন) ডিজিএম প্রকৌশলী কাউসার মিজি আজাদীকে জানান, নন্দনকানন এঙচেঞ্জের পরিবর্তনের কাজ আজ থেকে (গতকাল রবিবার) শুরু হয়েছে। এদিকে বায়েজিদ এঙচেঞ্জে কাজ শুরু হয়েছে শনিবার থেকে। এদিকে পাহাড়তলী এঙচেঞ্জের কাজ শেষ হয়েছে।
এখন আগ্রাবাদ এঙচেঞ্জ, মুরাদপুর এঙচেঞ্জ, ইপিজেড এঙচেঞ্জ, গুপ্তখাল এবং কালুরঘাট এঙচেঞ্জে কাজ শুরু হয়েছে।
তিনি জানান, সম্পূর্ণ বিটিসিএল এর খরচে গ্রাহকদের ল্যান্ড ফোন নম্বরগুলো পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে নন্দনকানন এঙচেঞ্জের ৬ ডিজিটের নম্বর সমূহ ০২৩৩৩৩৫০০০০ থেকে ০২৩৩৩৩৭০২২৩ ডিজিটে রূপান্তর করা হবে। এছাড়া বায়েজিদ টেলিফোন এঙচেঞ্জের বিদ্যমান ৬ ডিজিটি এবং ৭ ডিজিটের নম্বর সমূহ ০২৩৩৪৪৮০০০০ থেকে ০২৩৩৪৪৮৪৯৯৯ ডিজিটে রূপান্তর করা হবে। এদিকে বায়েজিদ এঙচেঞ্জের আওতাধীন চট্টগ্রাম ক্যান্টমেন্টের নম্বর সমূহ ০২৩৩৯২৪০০০০ থেকে ০২৩৩৯২৭৪৯৯৯ ডিজিটে রূপান্তর করা হবে। গ্রাহকগণ তাদের পরিবর্তিত নম্বরটি বিটিসিএল এর ওয়েব সাইটে (যঃঃঢ়://িি.িনঃপষ.মড়া.নফ/হবংি) গিয়ে জানতে পারবেন একই সাথে চট্টগ্রাম জেলার ওয়েব পোর্টালে বিটিসিএল এর সাব ডোমেইন (যঃঃঢ়://নঃপষ.পযরঃঃধমড়হম.মড়া.নফ/) থেকে জানতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ সরাসারি তাদের পরিবর্তিত নম্বর জানতে বিটিসিএল এর গ্রাহক সেবা কেন্দ্রের ০২৪১৩৬০০০৯, ০৩১-৬৩৫২৪০, ০৩১৬৩০৪৯৯ (নন্দনকানন), ০৩১৬৮১৯৯৯ (বায়েজিদ) ও ০২৪১৩৭০১৪৪, ০২-৩৩৩৩১৭২৬৬ (আগ্রাবাদ) নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও জানান ডিজিএম প্রকৌশলী কাউসার মিজি।