শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ার পর এবার নিজেদের মাঠে ক্রিকেট নামানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। তারই অংশ হিসেবে তিন দলের অংশগ্রহনে ১১ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে এই সিরিজের। করোনাকালে বিসিবির আয়োজনে প্রথম কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হবে এটি। পাশাপাশি মধ্য নভেম্বর থেকে পাঁচ সদল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যেখানে দেশিদের পাশাপাশি বিদেশী ক্রিকেটারও খেলানোর চিন্তা রয়েছে বোর্ডের। টুর্নামেন্টটি কেমন হবে সেটা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একাধিক প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে বলেও জানান বিসিবি বস। তিন দলের সিরিজটিতে তামিম ইকবাল একাদশ, মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হাসান শান্ত একাদশ এই তিনটি দল অংশ নেবে। ১২ দিনের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই সিরিজে প্রতিটি দলই দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি টিভিতে সরাসরি সমপ্রচার করা হবে। আর লিগ পর্বের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং সহ রেডিওতে সমপ্রচার করা হবে। এদিকে মধ্য নভেম্বরে পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব। তবে পাঁচ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করপোরেট লিগ নাকি বিসিবি লিগ তা নিশ্চিত হয়নি। এই টুর্নামেন্টে খেলতে পারেন মাশরাফিও। এই টুর্নামেন্ট কি করপোরেট লিগ হবে নাকি গত বিপিএলের মতো বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এটা আমি বলতে পারছি না। বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। কথাবার্তা চলছে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে। তিনটা করপোরেট হাউজের সঙ্গে কথা হচ্ছে। তারা কোনো না কোনোভাবে বোর্ডের সাথে জড়িত। তারা রাজি। এমনও হতে পারে বোর্ড এবং করপোরেট হাউজগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টের প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে পারি। বিদেশি নেব কি নেব না পরে বসে ঠিক করবো।