১১৫ স্থানে বোর্ড লাগাতে ঠিকাদার নিয়োগ দিচ্ছে চসিক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৫ পূর্বাহ্ণ

অবশেষে নগরের নির্ধারিত ১১৫টি স্থানে পোস্টার বোর্ড স্থাপনে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নিয়োগকৃত ঠিকাদারের মেয়াদকাল হবে পাঁচ বছর। তারা পোস্টার সাঁটানোর জন্য অবকাঠামো করে দেবে। নির্ধারিত ফি দিয়ে যে কেউ তার প্রতিষ্ঠানের প্রচারণার জন্য ওই অবকাঠামো বা পোস্টার বোর্ড ব্যবহার করতে পারবে। বোর্ড স্থাপন হয়ে গেলে নির্দিষ্ট জায়গাগুলো ছাড়া শহরের যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ ঘোষণা করবে চসিক।

সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার প্রচারণার জন্য স্ব খরচে পোস্টারবোর্ড স্থাপনে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতি বর্গফুট বাৎসরিক ভাড়ায় দরপত্র আহবান করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র সংগ্রহ করা যাবে। সর্বোচ্চ দরদাতাকে প্রস্তাবিত স্থানগুলো পোস্টারবোর্ডের জন্য বরাদ্দ দেয়া হবে।

এ কর্মকর্তা বলেন, অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থানটিতে নির্ধারিত ফি দিয়ে পোস্টার সাঁটানো যাবে। এর মধ্য দিয়ে যত্রতত্র পোস্টার সাঁটানো বন্ধের পাশাপাশি রোধ হবে নগরের সৌন্দর্যহানি। বাড়বে চসিকের রাজস্বও। জানা গেছে, সিটি কর্পোরেশন কর আইন১৯৮৬ অনুযায়ী, শহরে ব্যানার ফেস্টুন লাগানোর জন্য নির্দিষ্ট ফি দিয়ে অনুমতি নিতে হবে সিটি কর্পোরেশন থেকে। এক্ষেত্রে ৬ বর্ঘফুটের একটি পোস্টারের জন্য দৈনিক ১০ টাকা এবং ১০ বর্গফুটের পোস্টারের জন্য দৈনিক সাত টাকা পরিশোধ করার বিধান রয়েছে। যদিও বাস্তবে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে কেউ পোস্টার সাঁটান না। ফলে রাজস্ব বঞ্চিত হয় চসিক। এছাড়া যত্রতত্র পোস্টার লাগানোর কারণে সৌন্দর্যহানি ঘটে নগরের। তাই পোস্টার লাগানোর স্থান নির্দিষ্ট করে দেয়ার উদ্যোগ নেয় চসিক। চসিক সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে পোস্টার সাঁটানোর জন্য স্থানের তালিকা করার উদ্যোগ নেয়া হয়। ওই সময় কোথায় বেশি পোস্টার লাগানো হয় তার জরিপও করা হয়। এতে দেখা গেছে, শহরে লাগানো ৯০ ভাগই পোস্টার হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের। শিক্ষাপ্রতিষ্ঠান আছে এমন স্থানগুলোতে পোস্টার বেশি সাঁটানো হয়। এরপর গ্রোথ সেন্টার বা যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে পোস্টার সাঁটানো হয়।

পূর্ববর্তী নিবন্ধশিবির নাছিরের জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধভবনের সিঁড়ির পলেস্তারা খসে পড়ে আহত ৩