কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১ হাজার ১০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কঙবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। খবর বাংলানিউজের।
এর আগে গত সোমবার বিকেলে একই আদালত দুজনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস
দিয়ে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন কঙবাজার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি বলেন, আদালতের সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ রায় লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানো হবে।
ওসি প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন খান বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১১’শ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আর পুরো রায়টি লেখা হয়েছে বাংলায়। বোরবার সন্ধ্যায় আদালত থেকে রায়ের পূর্ণাঙ্গ কপি থেকে মামলার-সার্টিফাইড-কপি সংগ্রহ করা হয়েছে।












