১১তম দরসুল হাদীস মাহফিল কাল

| শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার বেলা ৩টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১১তম পবিত্র দরসুল হাদীস মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করতে গত ৫ অক্টোবর চেরাগী পাহাড়স্থ সালমা ভবন কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে ও সচিব অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মদ জয়নুল আবেদীন জিহাদির পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন একেএমবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সচিব স ম হামেদ হোসাইন। বক্তব্য রাখেন অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, এস এম আবদুল করিম তারেক, স ম শওকত আজীজ, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম, লায়ন মুহাম্মদ এমরান, ডা. হাসমত আলী তাহেরী, কফিল উদ্দিন রানা, কাজী মুহাম্মদ আলা উদ্দিন আজাদ, আহমদ রেজা, এম ইউসুফ কবির, মিজবাহুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেল, মাসরুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাফিজ : ‘দিওয়ান’ এর বিস্ময়-যাত্রা
পরবর্তী নিবন্ধঅসামাজিক কার্যকলাপ আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক