১১টি সিএনজি আটক, ২২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি সিএনজি চালিত অটো রিকসা জব্দ করে। গত সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রিহুইলার আটকের অভিযানে নামে উপজেলা প্রশাসন। গত সোমবার চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় ১১টি সিএনজি আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে আটককৃত প্রতিটি সিএনজি অটোরিকশার চালককে ২ হাজার টাকা করে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, মহাসড়কে দ্রুত এবং ধীরগতির বাহন একসাথে চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে যাতে সিএনজি চালিত অটোরিকশা চলতে না পারে সেজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে। তাই চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক মহাসড়কে থ্রিহুইলার সিএনজি চালিত অটোরিকশা চলাচল রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধসিলেটে দুর্গত এলাকার ৫শ পরিবার পেল কেএসআরএমের ত্রাণ