১০ হাজার মাস্ক দিল সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:৪৭ পূর্বাহ্ণ

কোভিড-১৯ ২য় ধাপ মোকাবেলায় সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল রোববার উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে তিনি উপজেলার ৯টি ইউনিয়ন চেয়ারম্যান ও একটি পৌরসভার কাউন্সিলরদের হাতে এ মাস্ক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ছাদাকাত উল্লা মিয়াজি, জাহেদ হোসেন নিজামী, তাজুল ইসলাম নিজামী, মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগর ছাত্রদলের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন করোনা আক্রান্ত