কোভিড-১৯ ২য় ধাপ মোকাবেলায় সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল রোববার উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে তিনি উপজেলার ৯টি ইউনিয়ন চেয়ারম্যান ও একটি পৌরসভার কাউন্সিলরদের হাতে এ মাস্ক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ছাদাকাত উল্লা মিয়াজি, জাহেদ হোসেন নিজামী, তাজুল ইসলাম নিজামী, মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ।