চান্দগাঁওয়ের কালুরঘাট ব্রিজ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আবদুস ছোবহান নামের ওই যুবক নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকার আবদুল জব্বারের ছেলে। গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন।
এ সময় আবদুস ছোবহান কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আবদুস ছোবহানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তৎকালীন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে চার্জশিট জমা পড়লে চার্জ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।