যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আগামী ১০ সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম এবিসি–তে এই বিতর্কে অংশ নেবেন তারা। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সামপ্রতিক জনমত জরিপগুলোতে দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খবর বিডিনিউজের।
ফ্লোরিডা রাজ্যের পাম বিচে ট্রাম্প নিজ বাসভবনে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে হ্যারিসের সঙ্গে এই বিতর্ক ছাড়াও আরও দুটি বিতর্কে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান। এর একটি– আগামী ৪ সেপ্টেম্বরে ফক্স নিউজে এবং অপরটি ২৫ সেপ্টেম্বরে এনবিসি–তে। তিনটি বিতর্ক করতে রাজি থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি হ্যারিসের শিবির থেকে জবাবের অপেক্ষায় আছেন। এরপরই এক্সে এক পোস্টে হ্যারিস জানিয়েছেন, ট্রাম্প চূড়ান্তভাবে সম্মতি দেওয়ার পর তিনি এখন ১০ সেপ্টেম্বরে বিতর্ক করার অপেক্ষায় আছেন।