আলোচিত সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ লাইভ রেডিও নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ২৫ নভেম্বর। মুক্তির পর ইউটিউবে সিনেমাটি ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক দেখে ফেলেছেন। খবর বাংলানিউজের। এর আগে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির উদ্দেশ্যে সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করে সিনেমাটিকে। তবে পরিচালক রুবেল আনুশ সে আদেশের বিরুদ্ধে আপিল না করে ইউটিউবে মুক্তি দেন। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এর এই অর্জনে উচ্ছ্বসিত সিনেমার নির্মাতা রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি।
তারা সিনেমাটিকে ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন। যা আমার জন্য প্রেরণার। সিনেমাটি নিয়ে এতো ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি সিনেমার সঙ্গে থাকুন।










