১০ রুটে বিশেষ ট্রেন, তিন ট্রেনের যাত্রা বাতিল

তারেকের দেশে ফেরা । ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

দীর্ঘ সতের বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে আসার পর আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৫ তারিখে দেশে আসবেন এরপর তিনি (তারেক রহমান) ২৭ ডিসেম্বর ভোটার হবেন।’

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। এজন্য স্বল্প দূরত্বের তিন ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একদিনের জন্য ২৫ ডিসেম্বর রাজবাড়ী কমিউটার (রাজবাড়ীপোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনারাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুররাজশাহী) ট্রেনের যাত্রা স্থগিত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে রেলওয়ে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বলেন, বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের আবেদন বিবেচনায় সব মিলিয়ে ১০টি বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে। এছাড়া নিয়মিত ট্রেনেও অতিরিক্ত বগি যোগ করা হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৪ ডিসেম্বর রাত থেকে অতিরিক্ত বগিসহ বিশেষ ট্রেন রিজার্ভের অনুমতি চেয়ে বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেন। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করবে বিএনপি। এতে ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে।

এসব বিশেষ ট্রেনের ভ্রমণের ক্ষেত্রে শর্ত হিসেবে রেলপথ মন্ত্রণালয় বলেছে, ‘নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলওয়ের আনুমানিক স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনি আচরণ বিধিমালা২০২৫ প্রতিপালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’

বিশেষ ট্র্রেন চলবে যেসব রুটে : কঙবাজারঢাকাকঙবাজার, জামালপুরময়মনসিংহঢাকাজামালপুর, টাঙ্গাইলঢাকাটাঙ্গাইল, ভৈরববাজারনরসিংদীঢাকানরসিংদীভৈরববাজার, জয়দেবপুরঢাকা ক্যান্টনমেন্টজয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়ঢাকাপঞ্চগড়, খুলনাঢাকাখুলনা, চাটমোহরঢাকা ক্যান্টনমেন্টচাটমোহর, রাজশাহীঢাকারাজশাহী এবং যশোরঢাকাযশোর।

পূর্ববর্তী নিবন্ধইটভাটার মাটিকাটার গর্তে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকেউ যদি নির্বাচন পেছাতে চায় তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না