১০ মিনিট ব্ল্যাক আউট ছিল চট্টগ্রাম

মীরসরাইয়ে সঞ্চালন লাইনে ত্রুটি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ৩৩ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গতকাল ১০ মিনিট ব্ল্যাক আউট ছিল চট্টগ্রাম। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চট্টগ্রামে কোথাও বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, মাত্র ১০ মিনিটের জন্য ব্ল্যাক আউট ছিল চট্টগ্রাম। মীরসরাইয়ের একটি সঞ্চালন লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিয়েছিল। মুহূর্তের মধ্যে সেটা আবার ঠিক হয়ে গেছে। বিষয়টি কেউ টের পায়নি। বড় ধরনের কিছু হয়নি। তবে কারিগরি কোনো ত্রুটি ছিল না।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানায়, সাধারণত ফ্রিকোয়েন্সি গরমিলের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। সেটা যেকোনো কারণে হতে পারে। কোথাও সরবরাহ ঘাটতি দেখা দিলে বা হুট করে কোথাও থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলে এমন হতে পারে। এখানে কেন হয়েছে সেটা বলতে পারিনি।

এর আগে গত অক্টোবরে হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে সারাদেশ কয়েক ঘণ্টার জন্য ব্ল্যাক আউট ছিল। এটা দায়িত্ব অবহেলার কারণে হয়েছিল। এ জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধ৬০ বছর ধরে পরিত্যক্ত রাখা জমি ফেরত চায় ক্ষতিগ্রস্তরা