১০ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আলতাফ হোসেনকে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গত বুধবার তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর মাহমুদ আজাদীকে বলেন, গতকাল শুক্রবার তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়া আলতাফের অভ্যাস। অন্যপক্ষের বিশ্বাস অর্জনের জন্য কথায় কথায় চেক দেন তিনি। কিন্তু ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখা যায় ওই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। মানুষের টাকা না দিতে তিনি চট্টগ্রামে তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আত্মগোপন করেন। গ্রেপ্তার এড়াতে পরিবর্তন করেন অবস্থান। একাধিক অভিযোগ পেয়ে তাকে ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আলমগীর মাহমুদ জানান, আলতাফের নামে শুধু আমাদের থানাতেই রয়েছে আটটি মামলা, তাছাড়াও নগরীর চান্দগাঁও ও পাহাড়তলী থানাতেও মামলা রয়েছে।












