১০ মামলায় ইমরানের জামিন

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

চলতি বছরের মে মাসে আজাদি মার্চের ঘটনায় সাবেক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মালা হয়েছিল ১৫টি। প্রথমে ৫টি মামলা থেকে তিনি জামিন পেয়েছিলেন। এবার আরও ১০ মামলায় অন্তর্র্বতীকালীন জামিন পেলেন তিনি।
দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজের অনলাইন মাধ্যমে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতির আদালতে হাজির হয়ে জামিন চান পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান। পরে বিচারক ১০টি মামলায় তার অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন। প্রতিটি মামলায় তাকে ৫ হাজার টাকা করে জামানত দিতে হবে। খবরে আরও বলা হয়, এর আগে গত ২১ জুলাই জেলা ও দায়রা আদালত ১০ মামলায় পিটিআই চেয়ারম্যানের অন্তর্র্বতীকালীন জামিন শনিবার পর্যন্ত বাড়িয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া
পরবর্তী নিবন্ধনিলামে ১১ লাখ ডলারে বিক্রি হল হিটলারের ঘড়ি