১০ ভূমি মালিক পেলেন ক্ষতিপূরণ টাকার চেক

কর্ণফুলীর তীরে সড়ক নির্মাণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। গতকাল ক্ষতিগ্রস্ত দশ ব্যক্তিকে পণের কোটিরও বেশি টাকার চেক প্রদান করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এই সময় তিনি বলেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্পটি একটি মাইলফলক। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা ও জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি হতে নগরীর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাই, বঙির হাটসহ বৃহত্তর বাকলিয়া, চান্দগাঁও ও কালুরঘাট ভারী শিল্প এলাকা রক্ষা পাবে। এই সময় সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শাম্‌স, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী এবং প্রকল্প পরিচালক রাজীব দাশ ও মূল্যায়ন কর্মকর্তা আলমগীর খান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল যুগে পিছিয়ে থাকতে পারে না চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধতরুণ ক্রিকেটার সজীবের ‘আত্মহত্যা’