১০ ব্যক্তিকে জরিমানা, অর্ধশত স্থাপনা ও হকার উচ্ছেদ

সড়ক ও ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরের আরকান সড়কের বাহির সিগন্যাল থেকে কাজীরহাট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করায় ১০ ব্যক্তিকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

এদিকে বহদ্দারহাট মোড় থেকে বহদ্দারবাড়ি জামে মসজিদ পর্যন্ত এলাকায় ফুটপাত ও রাস্তার উপর থেকেও প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ করা হয়েছে। এতে অংশ নেওয়া চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, ভ্রাম্যমাণ আদালত বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা ও কাজীরহাট এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের অংশ বর্ধিত করা এবং মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধলোভ করেননি নুরুল হক, লাভও বেশি করেননি
পরবর্তী নিবন্ধকৈশোর মানেই অন্য রকম উচ্ছ্বাস