১০ বৈধ প্রিপেইড গ্যাস সংযোগ, সাথে ১৯টি অবৈধ

দেওয়ানজী পুকুর পাড়ে অভিযান, সবগুলোই বিচ্ছিন্ন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানজী পুকুর পাড়ে শ্যাম সাগর ভিলা নামে পাঁচতলা একটি ভবনে ১০টি বৈধ প্রিপেইড গ্যাস সংযোগের সাথে যুক্ত থাকা আরো ১৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সকালে কেজিডিসিএলের ভিজিল্যান্স টিমের সদস্যরা এই অভিযান চালান। অভিযানকালে কেজিডিসিএলের ভিজিল্যান্স টিমের সদস্যরা ১০টি প্রিপেইড গ্যাস সংযোগের সাথে যুক্ত থাকা আরো ১৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে নিয়ে যান।

কেজিডিসিএলের বিপণন উত্তর ডিভিশনের বিক্রয় উত্তর২ ডিপার্টমেন্টের উপব্যবস্থাপক বিক্রয় (জোন) মোঃ শহীদুল করিম তারেক জানান, সোমবার সকালে উক্ত এলাকায় একটি ৫ম তলা ভবনে অভিযান চালিয়ে অনুমোদিত ১০টি বৈধ সংযোগের সাথে ১৯টি অবৈধ সংযোগসহ মোট ২৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে পুরো ভবনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিল্ডিংটির মালিকপক্ষ কেজিডিসিএল কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে কৌশলে অবৈধভাবে ১৯টি গ্যাস সংযোগ স্থাপন করে সরকারের হাজার হাজার টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন। অভিযানে ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সব রাইজার খুলে নিয়ে আসা হয়। এতদিন ধরে ভবনের মালিক অবৈধভাবে গ্যাস ব্যবহার করেছেন। তা পরিশোধ করার পর পুনরায় গ্যাস সংযোগ দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধচবির প্রশ্নপত্রে রবি ঠাকুরের গল্পের শিরোনাম ভুল