১০ বছর পর জুঁইদন্ডী ইউনিয়নে নির্বাচন ইভিএমে ভোট

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

দীর্ঘ ১০ বছর পর আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। নির্বাচনের তফশিল ঘোষিত হওয়ায় এলাকার মানুষের মাঝে চলছে ভোটের আমেজ। ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে ২০১১ সালের ১৪ জুলাইয়ের পর থেকে এ ইউনিয়নে নির্বাচন স্থগিত ছিল।
আদালতের আদেশে নির্বাচন কমিশন গত ১৮ ডিসেম্বর ষষ্ঠ ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রথমবারের মতো আনোয়ারার এই ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে জানা যায়, ৩ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৬ জানুয়ারি মনোয়নপত্র বাছাই, ১৩ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ও ৩১ জানুয়ারি নির্বাচন। জানা যায়, বর্তমান চেয়ারম্যান মোরশেদুর রহমান, স্থানীয় বাসিন্দা কফিল উদ্দীন ও আয়ুব আলী নামে দুই ব্যাক্তি যৌথভাবে উচ্চ আদালতে জুঁইদন্ডী ইউনিয়নের সীমানা নির্ধারণী মামলা করেন। ফলে আদালতে মামলা নিস্পত্তি না হওয়ায় এ ইউনিয়নে গত ১০ বছর ধরে নির্বাচন হয়নি।

পূর্ববর্তী নিবন্ধতিন বছরেও শেষ হয়নি উন্নয়ন কাজ, জনদুর্ভোগ চরমে
পরবর্তী নিবন্ধউখিয়া, টেকনাফ ও চকরিয়ায় নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ