আনোয়ারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন অর রশিদ আনোয়ারার শিলাইগড়ার মৃত আলি আহমেদের ছেলে। তিনি হত্যাকান্ডের পর থেকে ১০ বছর ধরে পলাতক ছিলেন। জানা গেছে, ২০১৩ সালের ১ জুলাই আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে ভুক্তভোগী মোহাম্মদ সাহেদের (২৩) সঙ্গে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে আঘাত করে। ঘটনার একদিন পর ২ জুলাই নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেদের মৃত্যু হয়। এদিন রাতেই ভুক্তভোগীর চাচা মো. ইউনুচ বাদী হয়ে তিনজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ
রপর বিচারিক প্রক্রিয়া শেষে গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত হারুন অর রশিদ ও তার দুই ভাইকে আমৃত্যু কারাদন্ড প্রদান করে। ওই সময় দন্ডপ্রাপ্ত জাহেদ হোসেন টুন্টু (৩২) ও আনোয়ার হোসেন (৩৬) উপস্থিত থাকলেও পলাতক ছিলেন হারুন।