চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নির্বাহী পর্ষদ সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এই পর্ষদেই হয়ে থাকে। এতে পদাধিকার বলে সভাপতিত্ব করেন উপাচার্য, সচিব থাকেন রেজিস্ট্রার। উপ-উপাচার্য ছাড়াও থাকেন আরও ১৪ সদস্য। এর মধ্যে শিক্ষক প্রতিনিধি থাকেন ৬ জন। প্রতি দুই বছর অন্তর শিক্ষকদের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা থাকলেও গত ১০ বছরে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়নি। এছাড়াও আরও দুইটি পদ শূন্য রয়েছে। এখন মোট ১৬ সদস্যের মধ্যে ৮ সদস্য দিয়েই চলছে সিন্ডিকেট। সর্বশেষ গতকাল একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মহীবুল আজিজও পদত্যাগ করেছেন। তার মেয়াদও শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে তিনি বলেন, আমি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছিলাম ২০১৫ সালে। মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু এখন ২০২৩ সাল চলে এসেছে। দীর্ঘদিন সিন্ডিকেট নির্বাচন না হওয়াতে আমরাই এতদিন ছিলাম। আমার মেয়াদ শেষ হওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে। তাই আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের রুটিন দায়িত্বপ্রাপ্ত মাহবুব হারুন চৌধুরীকে মুঠোফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি চেয়ে উপাচার্য প্রফেসর শিরীণ আখতার বরাবর তার প্রাতিষ্ঠানিক ই-মেইলে একটি চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই দাবিতে গত বছরের ৩ নভেম্বর এক মাসের সময় বেঁধে দিয়ে উপাচার্য প্রফেসর শিরীণ আখতার বরাবর একটি চিঠি দিয়েছিল শিক্ষক সমিতি। এক মাসে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আবার চিঠি দেয় সংগঠনটি। তাদের দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছিলো সমিতির নেতারা।
এর আগে সিন্ডিকেটে প্রতিনিধি চেয়ে সিন্ডিকেট সভাপতি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বরাবর একটি চিঠি দেন ডিনবৃন্দ। সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এ ব্যাপারে বলেন, সিন্ডিকেটে ডিন প্রতিনিধি না থাকায় ডিনদের রুলটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এছাড়া শিক্ষকদের প্রতিনিধিবিহীন সিন্ডিকেটে শিক্ষকদের মতামতের প্রতিফলন ঘটছে না।
উপাচার্য বরাবর দেওয়া সেই চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পর্ষদ সিন্ডিকেট এর শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ডিনদের প্রতিনিধি অন্যতম, যা শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সিন্ডিকেটের সিদ্ধান্তসমূহ প্রতিনিধিত্বশীল রাখার স্বার্থে এ পদ পূরণ করা অপরিহার্য। অতএব সিন্ডিকেটে ডিন থেকে প্রতিনিধি নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা বলেন, ডিন ক্যাটাগরিতে দীর্ঘদিন প্রতিনিধি নেই। কোনমতে কোরাম পূর্ণ করে চলছে সিন্ডিকেট। আমরা ডিনদের পক্ষ থেকে প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছি। আশা করি ডিনদের সাথে অন্য শিক্ষক প্রতিনিধিদের নির্বাচনটিও হবে।