১০ বছরের সাজা থেকে জি কে শামীম খালাস

মানি লন্ডারিং

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাই কোর্ট। তার আপিল আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়।

ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম ২০২৩ সালের ১৭ জুলাই এ মামলায় জি কে শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। এছাড়া তার সাত দেহরক্ষী মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলামকে দেওয়া হয়েছিল ৪ বছর করে কারাদণ্ড। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা অর্থদণ্ড দিয়েছিল জজ আদালত। খবর বিডিনিউজের।

রায়ের পর্যবেক্ষণে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বলেছিলেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের কোনো আদর্শ নেই। তারা কোনো আদর্শকে লালন করে না। তবে আদর্শকে ব্যবহার করে রাতারাতিভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তারা দেশ ও জাতির শত্রু। দেশের চলমান উন্নয়ন ও জাতীয় স্বার্থে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে পানিবন্দি ২০০ পরিবার
পরবর্তী নিবন্ধরংধনুর রফিকের বিরুদ্ধে মামলা