১০ পূজা মন্দিরে আর্থিক সহায়তা দিলেন আসলাম চৌধুরী

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

আকবর শাহ থানা ও পাহাড়তলী থানা পূজা কমিটি এবং উত্তর কাট্টলীর ১১টি দুর্গামণ্ডপ কমিটির সাথে উত্তর কাট্টলী বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উত্তর কাট্টলী ইশান মহাজন রোডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। এসময় তিনি সকলকে আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। এছাড়া বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপগুলোতে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন। এসময় তিনি ১০টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক রফিক উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব সেলিম উদ্দীন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মাইনুদ্দীন চৌধুরী মাইনু, আকবর শাহ থানার তদন্ত ওসি সৈয়দ ওমর, বিএনপি নেতা সামসুল আলম, কুতুব উদ্দীন চৌধুরী, আব্বাস রশিদ, মহানগর যুবদল নেতা সাহেদ আকবর, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, বিরেন্দ্র লাল দে, সুবাস দে, যামিনী দে, উজ্জ্বল দে, রোজী দত্ত, সুমি দত্ত, সোমা দাশ, ডা. কিশোর আচার্য্য, ডা. পঙ্কজ আচার্য্য, আকবর শাহ থানা পূজা কমিটি সভাপতি দীপক দাশ, সাধারণ সম্পাদক এন্টন দাশ, পাহাড়তলী পূজা কমিটির সভাপতি মিথুন সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচবির নতুন প্রক্টর প্রফেসর হোসেন সরওয়ার্দীর দায়িত্ব গ্রহণ