আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট হওয়ায় চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে জামায়াতে ইসলামী নেতা আব্দুল মালেককে পরিবর্তন করে ঐ আসনটি মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) প্রার্থী হেফাজত নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনিরকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত রবিবার ঐ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি (নাছির উদ্দীন মুনির) খেলাফত মজলিসের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির চট্টগ্রাম–৫ আসনে ১০ দলীয় জোটের পক্ষে নির্বাচনের বিষয়টি এখন চূড়ান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী।












