১০ দফা দাবি আদায়ে পাউবো ঠিকাদারদের সভা ও র‌্যালি

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

রড, সিমেন্ট, বিটুমিন, জিও ব্যাগ সহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের সাধারণ ঠিকাদারদের বিক্ষোভ সভা ও আলোচনা সভা নগরীর বহদ্দারহাটের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) দুপুর ১১ টার দিকে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের সাধারণ ঠিকাদার সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১০ দফা আদায় সম্বলিত একটি স্মারকলিপি পাউবোর দক্ষিণ পূর্বঞ্চালের প্রধান প্রকৌশলী মো. রমজান আলীর হাতে তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় প্রধান প্রকৌশলী মো. রমজান আলী ঠিকাদারদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। পাউবো ঠিকাদার আতিকুর রহমান চৌধুরী, ফজলুল কবির সোহেল ও মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক সাইফুল আলম, মনিরুজ্জামান, রতন, হাাসানুজ্জামান, মো. সেলিম, মো. রিপন, আবু সাঈদ সুমন, মো. সেলিম (২), মো. মুজিব, সাইফুল, বদরুল, আবু তাহের, শামসু। সভা শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের ফিন্যান্সিয়াল লিটারেসি শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধচাকতাই আড়তদার ব্যবসায়ী সমিতির সভা